ভোলায় বাড়ির পাশের সুপারি বাগান থেকে মো. ওবায়দুল্লাহ (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রোহিতা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওবায়দুল্লাহ রোহিতা গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালের দিকে স্থানীয়রা ওবায়দুল্লাহর রক্তাক্ত দেহ সুপারি বাগানে পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফরহান সরদান জাগো নিউজকে জানান, নিহত শিক্ষার্থীর শরীরে অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে কেউ তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছেন। বিষয়টির তদন্ত চলছে।
জুয়েল সাহা বিকাশ/এসআর/এএসএম