টাঙ্গাইলের বাসাইলে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ জুলাই) দুপুরে বাসাইল ফায়ার সার্ভিস স্টেশন এলাকার বিল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে বিলের পানিতে ভাসমান অবস্থায় নবজাতকের মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে বাসাইল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জাগো নিউজকে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নবজাতক কন্যা শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটিতে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে পাঁচ থেকে সাত দিন আগে নবজাতক শিশুটিকে নদীতে ফেলে দেওয়া হয়। পরে লাঙ্গুলিয়া নদীর পানির স্রোতের সঙ্গে মরদেহটি এখানে ভেসে এসেছে। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আরিফ উর রহমান টগর/এসজে/জেআইএম