ভোলায় একটি চলন্ত বাসে উঠতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে চিত্তরঞ্জন দাস (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গজারিয়া গ্রামের বাসিন্দা এবং গজারিয়া বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন।
বৃহস্পতিবার (১৪ জুলাই ) ওই ইউনিয়নের ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে চিত্তরঞ্জন ভোলা যাওয়ার জন্য কলেজের সামনের রাস্তায় দাঁড়ান। ওই সময় চরফ্যাশন থেকে ভোলাগামী একটি যাত্রীবাহী বাস এলে তিনি বাসটির চালককে দাঁড়াতে বলেন। কিন্তু বাসটি না দাঁড়ালে তিনি চলন্ত বাসে ওঠার সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বাসটি জব্দের চেষ্টা চলছে।
জুয়েল সাহা বিকাশ/এমআরআর/এমএস