দেশজুড়ে

অধ্যাপক তফসির উদ্দিন খানের দাফন সম্পন্ন

নেত্রকোনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খানের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে বুধবার বিকেল ৪টা ৫মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় নিজের কর্মস্থল পূর্বধলা সরকারি কলেজে প্রথম জানাজা, ১০টায় শহরের মোক্তারপাড়া মাঠে তার দ্বিতীয় জানাজা, পরে দুপুর ১২টার দিকে সদর উপজেলার মেদনী গ্রামে তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

পূর্বধলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক তফসির উদ্দিন খান, উপজেলা পরিষদ নির্বাচনে দুইবার চেয়ারম্যান পদে নির্বাচিত হন। তিনি মধুমাছি কচিকাঁচার মেলার উপদেষ্টা ছিলেন। নেত্রকোনা জেলা প্রেস ক্লাবেরও প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। এছাড়াও তিনি বহু শিক্ষা ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

তফসির উদ্দিন খানের মৃত্যুতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতির পক্ষে সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু, সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ ফখরুজ্জামন জুয়েল, নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক প্রশান্ত কুমার রায় ও নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান প্রমুখ শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া দলের পক্ষে সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গভীর শোক প্রকাশ করেছেন।

এইচ এম কামাল/আরএইচ/এমএস