দেশজুড়ে

ধলেশ্বরীতে নেমে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

ধলেশ্বরী নদীতে গোসলে নেমে নিখোঁজের একদিন পর স্কুলছাত্র অবয়ব আহমেদের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মুন্সিগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন নদী থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ।

অবয়ব ওই এলাকার অপূর্ব সূচনার ছেলে। সে স্থানীয় ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। এর আগে বুধবার দুপুরে মুন্সিগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও এলাকায় গোসলে নেমে স্রোতে তলিয়ে যায় ওই ছাত্র।

মুক্তারপুর নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ লুৎফর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিখোঁজ ছাত্রের সন্ধানে নদীতে টহল চলছিল। সন্ধ্যা ৬টার দিকে মরদেহ ভেসে উঠলে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নৌপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে দুই বন্ধুর সঙ্গে কলেজের পেছনে ধলেশ্বরী নদীতে গোসল করতে যায় অবয়ব। একপর্যায়ে নদীতে প্রচণ্ড স্রোতের কারণে তারা ভেসে যায়। সে সময় দুজন তীরে উঠতে পারলেও অবয়ব স্রোতের তোড়ে পানিতে তলিয়ে যায়।

আরাফাত রায়হান সাকিব/এমআরআর/এমএস