নারায়ণগঞ্জের ফতুল্লায় বন্ধুদের সঙ্গে বুড়িগঙ্গা নদীতে গোসলে নেমে নিখোঁজ কলেজছাত্র সাজ্জাদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৫ জুলাই) বিকেলে ফতুল্লার পাগলা ঘাট এলাকা থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করে।
নিহত সাজ্জাদ ফতুল্লার পাগলা নূরবাগ এলাকার উকিল বাড়ির ভাড়াটিয়া শাহিন মিয়ার ছেলে। সে স্থানীয় হাজী মিছিল আলী কলেজের এইচ এসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
এর আগে বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে পাগলা ঘাটে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েও সেদিন তার সন্ধান পায়নি।
পাগলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বেলাল হোসেন বলেন, সাজ্জাদের মরদেহ ভেসে উঠলে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহযোগিতায় উদ্ধার করা হয়। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
মোবাশ্বির শ্রাবণ/এএইচ/এমএস