দেশজুড়ে

টাঙ্গাইল মহাসড়কের ১৩ কিলোমিটারে যানবাহনের ধীরগতি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার এলাকায় ধীরগতিতে চলাচল করছে যানবাহন।

শুক্রবার (১৫ জুলাই) বিকেল থেকে সেতুর পূর্বপার হতে কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত ঢাকাগামী লেনে এ অবস্থা সৃষ্টি হয়েছে। তবে উত্তরবঙ্গগামী লেনে যানবাহন স্বাভাবিক গতিতে চলছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে ঢাকাগামী আম ভর্তি একটি ট্রাক মহাসড়কের কালিহাতী উপজেলার ভাবলা এলাকার ৩নং সেতুর কাছে নিয়নন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সেটি সরাতে একঘণ্টার মতো সময় লাগে। এরপর আরও একটি বাস মহাসড়কে বিকল হয়। এছাড়াও মহাসড়কে যানবাহন চাপ বেড়ে যাওয়া এ অবস্থা সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে।

আরিফ উর রহমান টগর/এএইচ/এমএস