দেশজুড়ে

লক্ষ্মীপুরে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরের কমলনগরে বাড়ির উঠানে খেলতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নাফিছা আক্তার নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চরলরেন্স ইউনিয়নের লরেন্স গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নাফিছা উপজেলার চরফলকন ইউনিয়নের লুধুয়া গ্রামের মনির হোসেনের মেয়ে।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে মনির স্ত্রী-সন্তান নিয়ে লরেন্স গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করছেন। সকালে নাফিছা বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে বৈদ্যুতিক মিটারের সঙ্গে লাগানো তারের সঙ্গে জড়িয়ে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামীম মো. আফজাল বলেন, হাসপাতাল আনার আগেই শিশুর মৃত্যু হয়েছে।

কাজল কায়েস/আরএইচ/এএসএম