আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৬ জুলাই ২০২২

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

রপ্তানি বাড়াতে পামঅয়েলের ওপর শুল্ক প্রত্যাহার ইন্দোনেশিয়ার

ইন্দোনেশিয়ার গুদামগুলোতে পামওয়েলের মজুত বেড়ে গেছে কয়েকগুণ। এমন পরিস্থিতিতে দেশটির সরকার পামঅয়েল রপ্তানির ওপর শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, আগামী আগস্ট পর্যন্ত এ নিয়ম কার্যকর থাকবে। এতে একদিকে রপ্তানি বাড়বে অন্যদিকে কোম্পানিগুলো নতুনভাবে পামঅয়েল সংগ্রহ করবে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিম্নমুখী

অবশেষে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। করোনা মহামারির পর রাশিয়া ও ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়তে থাকে। ছাড়িয়ে যায় অতীতের রেকর্ড। এতে দেশে দেশে জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়। প্রভাব পড়ে মূল্যস্ফীতিতে।

সান ফ্রান্সিসকো বিমানবন্দরে বোমাতঙ্ক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো বিমানবন্দরে বোমাতঙ্কের কারণে আন্তর্জাতিক টার্মিনাল থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পাকিস্তানের কৃষিখাতে বিশ্ব ব্যাংকের ২০ কোটি ডলার সহায়তা

পাকিস্তানের কৃষিখাতের উন্নয়নের জন্য ২০ কোটি ডলারের অর্থ সহায়তা দিচ্ছে বিশ্ব ব্যাংক। শনিবার (১৬ জুলাই) বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকদের সভায় এ অর্থের অনুমোদন দেওয়া হয়। জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জানা গেছে, এই অর্থ দেশটির কৃষিখাতের রূপান্তরে ব্যবহার করা হবে। জলবায়ুর সঙ্গে তাল মিলিয়ে নতুন প্রযুক্তির সংযোজনের পাশাপাশি পানি ব্যবহারের দক্ষতাও বাড়ানো হবে। চরম আবহাওয়ার স্থিতিস্থাপকতা তৈরি ও ছোট ছোট কৃষকদের আয় বৃদ্ধি করার ক্ষেত্রে এ অর্থ ব্যয় করা হবে।

শ্রীলঙ্কার পার্লামেন্টে প্রেসিডেন্ট পদ শূন্য

শ্রীলঙ্কার পার্লামেন্টে প্রেসিডেন্টের পদ আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করা হয়েছে। পার্লামেন্টের সেক্রেটারি জেনারেল ধম্মিকা দাসানায়েক স্থানীয় সময় শনিবার এই ঘোষণা দেন। লঙ্কান গণমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সেক্রেটারি জেনারেল পার্লামেন্টে জানিয়েছেন, প্রেসিডেন্ট পদের জন্য ১৯ জুলাই তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। সকাল ১০টা থেকে সেদিন পার্লামেন্টের অধিবেশন শুরু হবে।

পর্তুগাল-স্পেনে তীব্র তাপপ্রবাহ, প্রাণ হারিয়েছে তিন শতাধিক

ইউরোপের বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। পর্তুগাল, স্পেন ও ফ্রান্সের দক্ষিণাঞ্চলের দাবানল নিয়ন্ত্রণে শত শত ফায়ারফাইটাররা কাজ করছে। তবে ধারণা করা হচ্ছে, আগুন সহজে নিয়ন্ত্রণ হবে না। শনিবার (১৬ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। উত্তর পর্তুগালে স্প্যানিশ সীমান্তের কাছে ফোজ কোয়া এলাকায় একটি পানিবাহী প্লেন বিধ্বস্ত হয়ে পাইলট মারা গেছেন। তাছাড়া ফ্রান্সের গিরোন্ডি অঞ্চলে দাবানল মারাত্মক আকার ধারণ করেছে। এরই মধ্যে সেখানের ১২ হাজারের বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে।

ডিজেলের প্রথম চালান শ্রীলঙ্কায় পৌঁছেছে

অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় ডিজেলের একটি চালান পৌঁছেছে। স্থানীয় সময় শনিবার সকালে কলম্বো বন্দরে ওই চালান পৌঁছায়। দেশটির বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা জানিয়েছেন, ডিজেলের নমুনা পরীক্ষা করা হচ্ছে। তিনি বলেন, ডিজেল বহনকারী দ্বিতীয় জাহাজটিও শনিবার আরও পরের দিকে পৌঁছাবে। বিতরণের আগে একই পদ্ধতিতে ওই চালানেরও মান পরীক্ষা করা হবে বলে জানান তিনি।

মেক্সিকোতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

মেক্সিকোতে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ১৪ জন নিহত হয়েছে। দেশটির নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সিনোলোয়ায় স্থানীয় সময় শুক্রবার ওই দুর্ঘটনা ঘটেছে। ওই বিবৃতিতে জানানো হয়েছে, লস মোচিস উপকূলীয় শহরে ব্ল্যাক হক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে পুরো ঘটনা সম্পর্কে পরিস্কার কোনো তথ্য পাওয়া যায়নি।

আত্মহত্যা প্রতিরোধে যুক্তরাষ্ট্রে হটলাইন চালু

মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রথম দেশব্যাপী তিন-সংখ্যার মানসিক স্বাস্থ্য সংকট হটলাইন চালু করলো যা মানসিক স্বাস্থ্যের জরুরি অবস্থা বা আত্মহত্যার চিন্তার সম্মুখীন ব্যক্তিদের প্রশিক্ষিত পরামর্শদাতাদের সঙ্গে দ্রুত সংযোগ স্থাপন করবে।

শ্রীলঙ্কার মতো ঝুঁকিতে ডজনখানেক দেশ, তালিকায় নেই বাংলাদেশ

প্রথাগত ঋণ সংকট, মুদ্রার মান কমে যাওয়া, বন্ডের সম্প্রসারণ ও বৈদেশিক মুদ্রার তলানির কারণে উন্নয়নশীল দেশগুলো ব্যাপক সমস্যার সম্মুখীন। শ্রীলঙ্কা, লেবানন, রাশিয়া, সুরিনাম ও জাম্বিয়া এরই মধ্যে ঋণখেলাপিতে পরিণত হয়েছে। বেলারুশও খেলাপি হওয়ার পথে। তাছাড়া বিশ্বের কয়েকডজন দেশ ঝুঁকিতে রয়েছে। কারণ দেশে দেশে বাড়ানো হয়েছে সুদের হার। উচ্চ মূল্যস্ফীতির পাশাপাশি রয়েছে মন্দার আশঙ্কাও।

এমএসএম/এমএস