দেশজুড়ে

৮০০ টাকার টিকিট ১২৫০, জরিমানা গুনলেন ১০ হাজার

নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে ঢাকাগামী বাসের টিকিট বিক্রির অপরাধে দিনাজপুরের বিরামপুর শহরের এস আর ট্রাভেলের স্বত্বাধিকারী মোর্শেদ হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ জুলাই) বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড দেন।

ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, ঢাকাগামী এক যাত্রীর কাছ থেকে ৮০০ টাকার টিকিটের দাম ১ হাজার ২৫০ নিচ্ছিল এস আর ট্রাভেল। এমন অভিযোগ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় এজেন্সির স্বত্বাধিকারী মোর্শেদ হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে রোববার (১৭ জুলাই) সন্ধায় ট্রেনের টিকিট কালোবাজারি করে বিক্রির অভিযোগে শহরের সুনম কম্পিউটারের স্বত্বাধিকারী সুমন হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মাহাবুর রহমান/এসআর/এমএস