জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার (২৩ জুলাই) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় আমেরিকার মাউন্ট সিনাই হাসপাতালে তিনি মারা যান। ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘ ৯ মাস ধরে সেখানে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
তার মৃত্যুর সংবাদ ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী, স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শনিবার সকাল থেকে সাঘাটা উপজেলার গটিয়া গ্রামের (মিয়া বাড়ি) বাড়িতে ছুটে আসতে থাকেন।
অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া ১৯৪৬ সালের ১৫ এপ্রিল গটিয়া গ্রামের বাড়িতে জন্মগ্রহণ করেন। তার ভাইয়েরা গ্রামের বাড়িতে বসবাস করলেও স্ত্রী-দুই মেয়েকে নিয়ে ঢাকায় থাকতেন তিনি।
স্থানীয়রা জানান, টানা সাতবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন তিনি। ফজলে রাব্বীর মৃত্যুতে রাজনীতির একটি অধ্যায়ের সমাপ্তি হয়েছে। সাঘাট-ফুলছড়ি তথা গাইবান্ধাবাসীও হারালেন একজন রাজনৈতিক অভিভাবককে। সব শ্রেণির মানুষের জন্য তার দরজা খোলা ছিল। তিনি ছিলেন ত্যাগী ও আদর্শ ব্যক্তিত্বের অধিকারী। শুধু তাই নয়, তিনি ছিলেন এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আর নেতা সৃষ্টির কারখানা।
ফজলে রাব্বীর মৃত্যুর বিষয়ে তার ছোট ভাই ফরহাদ রাব্বী জানান, রোববার রাত ১১টায় তার মরদেহ আমেরিকা থেকে রওনা হয়ে সোমবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। এরপর সংসদ ভবন প্লাজায় জানাজাসহ নিজ বাড়িতে মরদেহ আনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
আরএইচ/জিকেএস