টাঙ্গাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোহাম্মদ আলী (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ছোট বৈন্যাফৈর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী ওই গ্রামের মৃত নগর আলীর ছেলে।
দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন জাগো নিউজকে বলেন, সকাল সাড়ে ৯টায় জমির সীমানা প্রাচীর তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে আলীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা করেন। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জাগো নিউজকে বলেন, বৃদ্ধের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরিফ উর রহমান টগর/এসজে/এএসএম