দেশজুড়ে

দুমকিতে কুকুরের কামড়ে আহত ৯

পটুয়াখালীর দুমকিতে কুকুরের কামড়ে ৯ জন আহত হয়েছেন। এদের সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে উপজেলার সরকারি জনতা কলেজ মাঠ, আশ্রাফ আলী মাদরাসা ব্রিজ এলাকা, দুমকি বাজার, হলপট্টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট, বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের সামনে কুকুরের কামড়ের শিকার হয়েছেন তারা।

কুকুরের কামড়ে আহত সরকারি জনতা কলেজের এমএলএসএস মো. আবুল হোসেন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন না থাকায় প্রাথমিক চিকিৎসা নিয়ে পটুয়াখালী সদর হাসপাতালে যেতে হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর শহিদুল ইসলাম শাহিন বলেন, ইতোমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুকুরের কামড়ে ৯ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। হাসপাতালে আপাতত ভ্যাকসিন নেই। আমরা ঢাকায় যোগাযোগ করে ভ্যাকসিন সংগ্রহের চেষ্টা করছি।

আব্দুস সালাম আরিফ/আরএইচ/এএসএম