দেশজুড়ে

গাজীপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ৩

গাজীপুরে পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (২৪ জুলাই) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা ও নগরীর নাওজোর রিয়াজ পেট্রোলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- জেলার কালিয়াকৈর উপজেলার জাঙ্গালিয়াপাড়া এলাকার সমন আলীর ছেলে মাসুদ হোসাইন (২০), একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে রহুল হোসেন (২২) ও হাজেরা (৫০)।

গাজীপুরের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ট্রাকচাপায় দুজন নিহত হন। মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহকারীরা পালিয়ে গেছে। এ ঘটনায় আইনত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

অপরদিকে একই মহাসড়কের নাওজোর রিয়াজ পেট্রল পাম্পের সামনে রাস্তা পার হওয়ার সময় পিকআপচাপায় হাজেরা নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি নগরীর ইটাহাটা এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর পিকআপটি পালিয়ে গেছে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান জানান, পিকআপচাপায় এক নারী নিহত হয়েছেন।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/জিকেএস