গাজীপুরের একটি গার্মেন্টসে জেনারেটরের এয়ার কুলার বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। রোববার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার জয়দেবপুর থানার হোতাপাড়া এলাকায় এলিগেন্ট গার্মেন্টসে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর থানার কালিদাসপুর গ্রামের মতিউর রহমানের ছেলে সাগর (২৪)। তিনি ওই গার্মেন্টসে ইলেকট্রিশিয়ান পদে কর্মরত ছিলেন। অপরজনের নাম সোহেল (৩০)। তিনি এসি মেরামতকারী প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন বলে জানা গেছে।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার এস এম আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কারখানাটির জেনারেটরের এয়ার কুলার মেশিন বিকল ছিল। পরে মেশিনটি মেরামতের কাজ করছিলের সাগর ও সোহেল। মেরামত শেষে মেশিনটি চালু করার সঙ্গে সঙ্গে সেটি বিকট শব্দে বিস্ফোরণ হলে তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম বলেন, দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাদের মুখমণ্ডল ও শরীর ঝলসানো ছিল।
মো. আমিনুল ইসলাম/এমআরআর/জিকেএস