বিএনপি সরকার ব্যবস্থায় পরিবর্তন দেখতে চাইলে তাদের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে জেলার সুরমা নদীর উপর নির্মিত কাজির বাজার সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।কাদের এক প্রশ্নের জবাবে বলেন, বিএনপি নির্বাচনে অংশ গ্রহন করলে পার্লামেন্টে অনাস্থা ভোট দিয়ে সরকার পরিবর্তন করতে পারত। কিন্তু তারা সংসদের বাইরে থাকায় হাকডাক দিয়ে তাদের কোন লাভ হবে না।ওবায়দুল কাদের বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। তাই তাদের আইনি বৈধতা দেওয়ারও সুযোগ নেই। মূলতঃ বৈধতা দেবে জনগণ। জনগণ সরকারের কাজে সন্তুষ্ট রয়েছে।তিনি বলেন, জনগণকে তারা মাঠে নামাতে পারেনি। তারা বারবার আন্দোলনের হাকডাক দিচ্ছে। কিন্তু জনগণ তাদের ডাকে সাড়া দিচ্ছে না। তারা বলছে মার্চে আন্দোলন করবে। তবে এই মার্চ কোন মার্চ, এই বছর না ওই বছর?সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে কাদের বলেন, ১৭৯ কোটি টাকা ব্যয়ে ৪০০ মিটার দীর্ঘ কাজির বাজার সেতুর নির্মান কাজ শেষ হয়েছে। শিগগিরই প্রধানমন্ত্রী এ সেতুটি উদ্বোধন করবেন।পদ্মাসেতু প্রসংগে ওবায়েদুল কাদের বলেন, পদ্মাসেতু এখন আর স্বপ্ন নয়, দৃশ্যমান বাস্তবতা। পদ্মার দুই তীরে গেলে এখন বিপুল কর্মযজ্ঞ দেখা যাবে।এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান প্রমুখ উপস্থিত ছিলেন।জাগোনিউজ২৪.কম/আরএস