দেশজুড়ে

বৈদ্যুতিক খুঁটিতে ট্রাকের ধাক্কা, ১৩ ঘণ্টা বিদ্যুৎহীন পিরোজপুর

চালবোঝাই ট্রাকের ধাক্কায় বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের ৩৩ কেভি সোর্স লাইনের বিদ্যুতের একটি খুঁটি ভেঙে গেছে। এতে ১৩ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে পিরোজপুর জেলা।

বুধবার (২৭ জুলাই) দিনগত রাত ৩টা ২০ মিনিটে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার দাসখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মৃনাল কান্তি বড়াল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ৩টা ২০ মিনিটে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের মোড়েলগঞ্জ উপজেলার দাসখালী এলাকায় রংপুর থেকে ছেড়ে আসা পাথরঘাটাগামী ২২ টন ওজনের চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাকটি রাস্তার পাশে বাগেরহাট-পিরোজপুর ৩৩ কেভি লাইনের বিদ্যুতের খুঁটিতে আঘাত করে। এতে বিদ্যুৎ লাইনের একটি খুঁটি ভেঙে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ কারণে পিরোজপুর জেলা ১৩ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন রয়েছে।

নির্বাহী প্রকৌশলী আরও বলেন, সকাল থেকে পিরোজপুর বিদ্যুৎ অফিসের লোকজন খুঁটিটি মেরামতের কাজ করছেন। আশা করা যায় বিকেলের দিকে জেলায় বিদ্যুৎ চলাচল স্বাভাবিক হবে।

এসআর/জেআইএম