জাতীয়

জাতীয় গ্রীডে যুক্ত হচ্ছে ৩৪১ মেগাওয়াট বিদ্যুৎ

আগামী ২৯ নভেম্বর শনিবার হবিগঞ্জের বিবিয়ানা বিদ্যুৎ প্রকল্প-২-এর শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে ওই দিন থেকে জাতীয় গ্রীডে যুক্ত হবে ৩৪১ মেগাওয়াট বিদ্যুৎ।বিবিয়ানা-২ বিদ্যুৎ কেন্দ্রটি নভেম্বর মাসেই চালু হওয়ার কথা ছিল। কিন্তু গ্যাস সংযোগের বিলম্বের জন্য যথাসময়ে এটি চালু হয়নি। এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রতিদিন বিবিয়ানা গ্যাস ক্ষেত্র থেকে ৬০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ব্যবহার করা হবে।এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সাথে বিবিয়ানা-১ ও বিবিয়ানা-৩ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বিবিয়ানা বিদ্যুৎ প্রকল্প-১ ৩৮৩ মেগাওয়াটের এবং বিবিয়ানা বিদ্যুৎ প্রকল্প-৩- ৪০০ মেগাওয়াটের।এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহজীবাজার ৩৩০ মেঘাওয়াট বিদ্যুৎ কেন্দ্রেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।আগামী ২ বছরের মধ্যে তিনটি বিদ্যুৎ কেন্দ্রের কাজ শেষ হলে জাতীয় গ্রীডে যুক্ত হবে আরও ১ হাজার ১১৩ মেঘাওয়াট বিদ্যুৎ।হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাসক্ষেত্রের পাশে কুশিয়ারা নদীর কূল ঘেঁষে পারকুল-বনগাঁও এলাকায় ১১ একর জায়গার ওপর ২০১৩ সালের জানুয়ারি থেকে বিবিয়ানা বিদ্যুৎ প্রকল্প-২-এর কাজ শুরু হয়। এটি বাস্তবায়ন করে সামিট গ্রুপ।বিবিয়ানা-১ এর প্রকল্প নির্মাণ প্রতিষ্ঠান সামিট গ্রুপের মহাব্যবস্থাপক (জিএম) জহির উদ্দিন মোল্লা জানান, বিবিয়ানা বিদ্যুৎ প্রকল্প-২-এর কাজ শেষে পরীক্ষামূলক উৎপাদন করা হয়েছে। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। এর পর থেকেই এ প্রকল্প থেকে প্রতিদিন ৩৪১ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। -বাসসজাগোনিউজ২৪.কম/আরএস