তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে লাইসেন্স গ্রহণের প্রস্তাবনায় উদ্বেগ প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি। রোববার (৩১ জুলাই) মুন্সিগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সম্মেলনে এ প্রস্তাবনা ‘অযৌক্তিক’ বলে বাতিলের দাবি জানায় বক্তারা।
বক্তারা জানান, তামাক বিক্রিতে লাইসেন্স গ্রহণের প্রতিকূল এ আইন বাস্তবায়ন হলে দেশের ১৫ লাখ খুচরা বিক্রেতা ক্ষতিগ্রস্ত হবেন। এতে করে ৭০-৮০ লাখ মানুষের জীবন জড়িয়ে রয়েছে। প্রত্যন্ত অঞ্চলে ভাসমান দোকানিরা করোনার ধাক্কা কটিয়ে তাদের জীবনমান ভালো হচ্ছে। অযৌক্তিক ও অবাস্তব আইনে সব ক্ষুদ্র ব্যবসায়ীদের কার্যকলাপ আরও অস্থিতিশীল ও অনিশ্চিত করে তুলবে।
ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির মুন্সিগঞ্জ সভাপতি মোহাম্মদ আরেফিনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহান তাহমিনা, প্রেস ক্লাব সভাপতি শহীদ-ই-হাসান, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আমান উল্লাহ শাহীন, পৌর ব্যবসায়ী ঐক্য পরিষদের আহ্বায়ক মো. শাহজাহান গাজী প্রমুখ বক্তব্য রাখেন।
আরাফাত রায়হান সাকিব/আরএইচ/জেআইএম