দেশজুড়ে

দুপুরের খাবার খাওয়া হলো না রনজিতের

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিনি কাভার্ডভ্যানের ধাক্কায় রনজিৎ বর্মন (৩২) নামের এক দোকানদার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কাভার্ডভ্যানের চালক ও তার সহকারী।

সোমবার (১ আগস্ট) দুপুর ২টার দিকে মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রনজিৎ বালিয়াকান্দি হিন্দুপাড়ার মৃত মাদব বর্মণের ছেলে।

আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রনজিং দুপুরের খাবার খেতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। এ সময় মহাসড়কে চট্টগ্রামমুখী লেনে দ্রুতগতিতে আসা মিনি কাভার্ডভ্যানটি একটি অজ্ঞাত গাড়িকে পেছন থেকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে রাস্তার পাশে থাকা রনজিৎকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় গাড়ির চালক ও তার সহকারীও আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান।

ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক গাড়িটি জব্দ করা হয়েছে। সড়কে এখন যানচলাচল স্বাভাবিক।

আরাফাত রায়হান সাকিব/এসআর/এমএস