লক্ষ্মীপুরে ইয়াবা রাখায় স্বামী এবং স্ত্রীর সাত বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর গ্রামের লারী বাড়ির নুরুজ্জামানের ছেলে মো. সুজন ওরফে রিতা (৪০) ও তার স্ত্রী শাহিনা আক্তার (৪৬)।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৫ জুন বিকেলে পুলিশ ২০০ ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করে।
রায় ঘোষণার সময় আদালতে শাহিনা আক্তার উপস্থিত ছিলেন। তবে অপর আসামি সুজন জামিনে বের হওয়ার পর থেকে পলাতক রয়েছেন।
কাজল কায়েস/এএইচ/জেআইএম