নতুন চলচ্চিত্র প্রযোজনা করছেন দেশের জনপ্রিয় নায়ক শাকিব খান। ‘কবি’ শিরোনামের ছবিটি পরিচালনা করছেন ‘সত্তা’খ্যাত পরিচালক হাসিবুর রেজা কল্লোল। জুটি হিসেবে এটি পরিচালক ও নায়কের দ্বিতীয় ছবি।
এরইমধ্যে ছবিটির প্রি-প্রোডাকশন সব কাজ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন পরিচালক।
পরিচালক হাসিবুর রেজা কল্লোল জাগো নিজউকে বলেন, ‘বেশ কয়েক বছর আগে থেকে শাকিব খানের সঙ্গে ছবিটি নিয়ে কথা হচ্ছে। সম্প্রতি সবকিছু চূড়ান্ত হয়েছে। ‘কবি’ শিরোনামের ছবিটি আমি পরিচালনা করছি।
প্রযোজনা করবে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস। ছবির নাম-ভূমিকায় অভিনয় করবেন শাকিব খান।’’
ছবিতে নায়িকা কে হবেন জানতে চাইলে পরিচালক বলেন, ‘শাকিব খানের সঙ্গে সবকিছুই চূড়ান্ত হয়েছে। তবে ছবিতে নায়িকা হিসেবে কে অভিনয় করছেন, তা এখনই বলা যাচ্ছে না। ছবিটির কাজ শুরু হওয়ার আগে সবাইকে জানাবো।’
হাসিবুর রেজা কল্লোলের ‘সত্তা’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন শাকিব। ছবিটির জন্য ২০১৭ সালে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।
এমআই/এলএ/এমএস