ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মশাল মিছিল করেছে পটুয়াখালী জেলা ছাত্রদল।
বুধবার (৩ আগস্ট) রাত ৮টায় শহরের কলেজ রোড এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়ে মুসলিম পাড়া, সবুজবাগ, কাজীপাড়া হয়ে তিতাস সিনেমা এলাকায় গিয়ে শেষ হয়।
পটুয়াখালী সদর থানা ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া আহমেদের নেতৃত্বে মশাল মিছিলে ৫০-৬০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রোববার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ভোলা জেলা বিএনপির কার্যালয়ের সামনে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হন এবং জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমসহ অর্ধশতাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী আহত হন।
বুধবার বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকার গ্রিনরোড কমফোর্ট হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় নুরে আলম মারা যান।
আব্দুস সালাম আরিফ/এসআর/জিকেএস