দেশজুড়ে

অস্ত্র মামলায় নূর হোসেনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর সোয়া ১২টায় নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) সাবিনা ইয়াসমিনের আদালত এই রায় ঘোষণা করেন।

আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. সালাহ উদ্দিন সুইট বলেন, ২০১৪ সালের ১৫ মে সিদ্ধিরগঞ্জের শিমরাইল টেকপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি রিভলভার, আট রাউন্ড গুলি ও আটটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। পরে এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের তৎকালীন এসআই মাসুদ খান বাদী হয়ে মামলা করেন। আদালত সে মামলায় চার সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেছেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. কামাল হোসেন বলেন, আমরা এ রায়ে সন্তুষ্ট নয়। উচ্চ আদালতে আমরা আপিল করবো।

একই সঙ্গে এদিন মাদক ও অস্ত্র মামলায় নূর হোসেনের বিরুদ্ধে ৪জন সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। সাক্ষ্য-দাতারা হলেন- মো. আলাউদ্দিন, শাহ আলম ও বাবর নিখিল। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী ২৯ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, একটি অস্ত্র মামলায় নূর হোসেনের বিরুদ্ধে রায় ঘোষণা করেছে আদালত। রায় ঘোষণার আগে তাকে কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয় সেই সঙ্গে বিচারিক কার্যক্রম শেষে তাকে আবার কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।

এর আগে ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজন অপহৃত হন। ৩০ ও ৩১ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহগুলো এক কিলোমিটারের মধ্যে পায়ে ২৪টি করে ইট বোঝাই সিমেন্টের ব্যাগ দিয়ে বাঁধা অবস্থায় নদীতে ডোবানো ছিল। পা ছিল দড়ি দিয়ে বাঁধা। হাত পেছনে দড়ি দিয়ে বাঁধা ছিল। মুখ ডাবল পলিথিন দিয়ে গলার কাছে বাঁধা ছিল। পেট ধারালো অস্ত্র দিয়ে সোজাসুজি ফাড়া ছিল।

এ ঘটনায় হওয়া মামলায় জেলা ও দায়রা জজ আদালত নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন।

মোবাশ্বির শ্রাবণ/এফএ/আরএইচ/এমএস