দেশজুড়ে

ছবি বিকৃতি করে ফেসবুকে পোস্ট, যুবক গ্রেফতার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট করায় নেত্রকোনার মোহনগঞ্জ থেকে নুরু মিয়া (৩৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও জব্দ করা হয়।

শুক্রবার (৫ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বাহাম গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে পৌর শহরের কাজিহাটি গ্রামের ছাত্রলীগ নেতা সামিউল বাসির বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। তিনি ওই গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে একাধিক ছবি ফেসবুকে পোস্ট করে নুরু মিয়া। এমন অভিযোগ পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করে ফেসবুক ওয়ালে এমন আরও অনেক পোস্ট পাওয়া যায়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় নুরু মিয়ার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। শুক্রবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এইচ এম কামাল/আরএইচ/এএসএম