দিনাজপুরের নবাবগঞ্জে করতোয়া নদীতে গোসলে নেমে শ্রাবণ (১৬) নামের এক বালুশ্রমিক নিখোঁজ হয়েছে।
শুক্রবার (৫ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলা কাচদহ এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ কিশোর পীরগঞ্জ উপজেলার সিলিমপুর গ্রামের বিপুল সরকারের ছেলে।
নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, দুপুরে বালুবাহী ট্রাকে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিল। এ সময় শ্রাবণসহ তার তিন বন্ধু নদীতে গোসলের জন্য নামে। পরে দুই বন্ধু নদী থেকে উঠে আসলেও শ্রাবণ নিখোঁজ হয়।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত নিখোঁজ কিশোরের কোনো সন্ধান পাওয়া যায়নি। রংপুরে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।
মাহাবুর রহমান/আরএইচ/এএসএম