মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস উল্টে দুই নারীসহ তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৫ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার হাসাড়া এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- ইয়ামিন আক্তার (৩৭), লায়লা আক্তার (৩৮) ও নেওয়াজ জামান (১৬)। তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের সবার বাড়ি রাজধানীর উত্তরায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে ঢাকা থেকে মাওয়ার অভিমুখে যাচ্ছিলো মাইক্রোবাসটি। পথে শ্রীনগরের হাসাড়া আন্ডারপাস এলাকায় পৌঁছালে গাড়িটির পেছনের একটি চাকা বিস্ফোরণ হলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে ধাক্কা খায়। এতে উল্টে গিয়ে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
হাসাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ আবজল হোসেন জানান, দুর্ঘটনা কবলিত গাড়িটি সড়ক থেকে সরিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। চাকা বিস্ফোরণের কারণে দুর্ঘটনাটি ঘটে।
আরাফাত রায়হান সাকিব/আরএইচ/এএসএম