দেশজুড়ে

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো কৃষকের

ঝিনাইদহ সদর উপজেলায় মাঠে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আয়নাল হোসেন (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে রাঙ্গিয়ারপোতা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আয়নাল ওই গ্রামের মৃত কাশেম আলীর ছেলে।

স্থানীয় কৃষক আশরাফুল জানান, আয়নাল সকালে জমিতে কাজ করছিলেন। এ সময় বিদ্যুতের পিলারের আর্থিংয়ের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।

সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এসজে/এএসএম