উত্তর-পূর্ব নাইজেরিয়ায় বৃহস্পতিবার একটি বাস স্টেশনে বোমা বিস্ফোরণে পাঁচ সেনাসহ অন্তত ৪০ জন নিহত হয়েছে। খবর আলজাজিরার।আদামাওয়া রাজ্যের মুবি শহরের বাইরে একটি গ্রামে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। কোনো দল এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি। মুবি বোকো হারামের নিয়ন্ত্রিত শহর হিসেবে পরিচিত। চলতি নভেম্বরে সংগঠনটি শহরটিকে ‘মদিনাতুল ইসলাম’ নামকরণ করে।কারফিউ জারিভয়াবহ বিস্ফোরণটির পরপরই আঞ্চলিক সরকার মুবিতে ২৪ ঘণ্টার জন্য কারফিউ জারি করেছে। দুই লাখেরও বেশি বাসিন্দা বসবাসরত ওই শহরে সন্দেহভাজন বোকো হারামের সদস্যদের পরবর্তী হামলা ঠেকাতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে, চলতি বছর বোকো হারামের সদস্যদের হামলায় দেশটিতে অন্তত ১৫০০ লোক নিহত হয়েছেন।জাতিসংঘের তথ্যানুযায়ী, ২০১৩ সালের মে থেকে আদামাওয়া, ইয়োবে ও বর্নো রাজ্যে জরুরি অবস্থা জারির আগ পর্যন্ত অন্তত ১৫ লাখ লোক বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছে।