বাগেরহাটে সামুদ্রিক মাছে ক্ষতিকর রং মেশানোর অপরাধে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৭ আগস্ট) সকালে বাগেরহাট শহরের কেবি বাজারের অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার এ আদেশ দেন।
এ সময় বাগেরহাটের নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এবং জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন বাগেরহাটের মাছ ব্যবসায়ী মো. আবুল কালাম ও এমাদুল সরদার।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এতথ্য নিশ্চিত করেছেন।
এসআর/জিকেএস