গাজীপুরের পুবাইলে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দশম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে। এ অভিযোগে রোববার (৭ আগস্ট) সকালে মামলা করেছেন ভুক্তভোগী তরুণীর বাবা।
মামলার বাদীর ভাষ্য, ‘বিয়ের প্রলোভনে গত ২৯ মে বিকেলে আমার মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করে ওই ছেলে। পরে আমার মেয়ে তাকে বিয়ের প্রস্তাব দিলে সে রাজি হয়নি। কয়েকদিন আগে ছেলের বাবাকে বিষয়টি জানানো হয়। ছেলের পরিবারও এ বিয়ে করাতে রাজি হয়নি। একপর্যায়ে ওই ছেলেকে আসামি করে থানায় মামলা করি।’
এ ব্যাপারে পুবাইল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বলেন, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মো. আমিনুল ইসলাম/আরএইচ/এসআর/জিকেএস