পাবনার ঈশ্বরদীতে স্বর্ণ গলানোর কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে উজ্জ্বল কর্মকার (৪২) নামের এক দোকানি দগ্ধ হয়েছেন।
সোমবার (৮ আগস্ট) দুপুর ১টার দিকে ঈশ্বরদী বাজারের চাঁদ আলী মোড়ে রত্মা জুয়েলার্সে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ উজ্জ্বল কর্মকারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে গেছে। তিনি শহরের পূর্ব নূরমহল্লা এলাকার বলাই চন্দ্র কর্মকারের ছেলে।
জুয়েলার্সের পার্শ্ববর্তী দোকানিরা জানান, উজ্জ্বল কর্মকার সোনা গলানোর কাজে ব্যবহৃত মিনি গ্যাস সিলিন্ডারের ব্যবসা করতেন। পাশাপাশি স্বর্ণালঙ্কার বিক্রি ও তৈরির কাজ করতেন। দুপুরে দোকানের ভেতরে হঠাৎ বিকট শব্দ হয়। এরপর দোকানে থাকা শতাধিক মিনি গ্যাস সিলিন্ডার একসঙ্গে বিস্ফোরণ ঘটে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে আহত হন দোকানি উজ্জ্বল কর্মকার।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর অপু কুমার মুন্ডু জাগো নিউজকে বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পর বিদ্যুতের তারের সঙ্গে সংযোগ লেগে আগুনের সূত্রপাত হয়। এ সময় পার্শ্ববর্তী তিনটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি নিরূপণ সম্ভব হয়নি।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম শামীম জাগো নিউজকে বলেন, ‘আহত উজ্জ্বল কর্মকারের শরীরের কিছু অংশ ঝলসে গেছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
এসজে/এমএস