শেরপুরের নালিতাবাড়ীতে তিন দিনব্যাপী কৃষিমেলার উদ্বোধন করা হয়েছে। ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের সহযোগিতায় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াসিফ রহমান, মওদুদ আহম্মেদ প্রমুখ।
পরে মেলার উদ্বোধন উপলক্ষে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে শতাধিক শিক্ষার্থী ও নারীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ গাছ বিতরণ করা হয়।
ইমরান হাসান রাব্বী/এসআর/এএসএম