গাছ থেকে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের পরিবারের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার (৮ আগস্ট) বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গার সদর ইউনিয়নের বেজিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের বদিয়ার শেখের ছেলেদের কেনা কাঁঠাল গাছ থেকে বড় ভাই ইউনুস শেখের ছেলেরা কাঁঠাল পাড়লে দুই পরিবারের মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মহসিন শেখ তার ছোট চাচা বদিয়ার শেখকে ধাক্কা দিলে দুই পরিবারের মাঝে সংঘর্ষ হয়।
এতে বদিয়ার শেখ, মো. শাহ আলম, ইব্রাহিম শেখ, সাদেকুর রহমান, ইউনুস শেখ, মহসিন শেখ, সোহাদ শেখ আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাদিয়ার শেখের ছেলে শাহ আলম জাগো নিউজকে বলেন, আমাদের কেনা গাছ থেকে আমার চাচাতো ভাইয়েরা জোর করে কাঁঠাল পাড়েন। কাঁঠাল পাড়ার কথা জানতে গেলে উল্টো আমাদের গালিগালাজ করে। এ নিয়ে মারামারি হয়।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, মৌখিকভাবে সংঘর্ষের ঘটনা জানতে পেরেছি। তবে এ বিষয়ে থানায় কোনো পক্ষের অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এন কে বি নয়ন/জেডএইচ