ঝালকাঠির স্টিমারঘাট এলাকার সুগন্ধা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ আগস্ট) রাত ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে সদর থানা পুলিশ।
সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গৌতম চন্দ্র ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রাত সাড়ে ১০টার দিকে সুগন্ধা নদীর স্টিমার ঘাটের পাশে লিসান ও মানিক নামের দুই জেলে প্রথম মরদেহটি দেখতে পান।
মানিক বলেন, রকেট ঘাটের পাশে মাছ ধরার (ঝাউ) ফাঁদের কাছে গন্ধ পাই। তারপর টর্চ লাইট জ্বালিয়ে একটি গলিত মরদেহ দেখি। পরে পুলিশকে জানালে তারা নদী থেকে মরদেহ তুলে থানায় নিয়ে যায়। ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অজ্ঞাত এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ১৫ দিনের অধিক সময় পানিতে ছিলো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আতিকুর রহমান/এফএ/জিকেএস