ভ্রমণ

ঘুরে আসুন বিশ্বের বিস্ময়কর ৮ পাহাড়ি এলাকায়

সাইফুর রহমান তুহিন

ঘুরতে ভালোবাসেন আর পাহাড় আপনাকে কাছে টানে না, এ কথা একেবারেই বিশ্বাসযোগ্য হবে না। পাহাড়ে যেমন অ্যাডভেঞ্চার, তেমনি রোমাঞ্চকর ট্যুর দিতে পারবেন। পাহাড় যেন সবসময় হাতছানি দিয়ে ডাকছে। আর তার সাড়া দিতে গিয়ে সেরা কিছু অভিজ্ঞতা সঞ্চার করতে পারেন আপনিও।

পাহাড়ের প্রসঙ্গ আসলেই চোখে ভেসে ওঠে শুধু সবুজ প্রকৃতি। তবে পাহাড় কিন্তু শুধু সবুজেই আবৃত থাকে না, সাদাও হয়। তুষারে ঢেকে বশবের অনেক দেশের পাহাড় হয়ে যায় শুভ্র সাদার পাহাড়। পাহাড়প্রেমীদের জন্য আজ থাকছে বিশ্বের বিভিন্ন দেশের কিছু জনপ্রিয় পাহাড়ি এলাকার খোঁজ। আপনার পরবর্তী ট্যুরের জন্য বেছে নিতে পারেন যে কোনো একটি। চলুন জেনে নেওয়া যাক বিশ্বের কিছু রোমাঞ্চকর পাহাড়ি এলাকা সম্পর্কে-

ইনসব্রুক, অস্ট্রিয়াআল্পস পর্বতমালা দ্বারা পরিবেষ্টিত ইনসব্রুক বছরের যে কোনো দিনই চোখ ধাঁধাঁনো। অত্যন্ত জনপ্রিয় স্কি রিসোর্ট শহর হিসেবে পরিচিত ইনসব্রুক। শীত মৌসুমে পরিণত হয় বিশ্বের সেরা শীতকালীন ক্রীড়া গন্তব্যগুলোর একটিতে। ইনসব্রুকে বেড়াতে গেলে প্রথমেই চোখে পড়বে নির্দিষ্ট এক সারিতে দাঁড়িয়ে থাকা বর্ণিল সব ভবনগুলো। এগুলো অনেক অনেক পুরোনো ভবন। তবে এর পাহাড়ি সৌন্দর্যও আপনাকে মোহিত করবে সারাক্ষণ।

ব্যানফ, কানাডারকি পর্বতমালার অদূরে অবস্থিত ব্যানফ কানাডার সবচেয়ে জনপ্রিয় স্কি রিসোর্ট শহরগুলোর একটি। যখন ব্যানফ শহর তুষারাবৃত থাকে না তখন এটি পরিণত হয় প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত দারুণ এক জায়গায়। পর্বতমালা, আলপাইন বন ও লেক, হট স্প্রিংস ও হাইকিং ট্রেইলস প্রভৃতির সমন্বয়ে দেখা যায় নয়নাভিরাম দৃশ্যাবলী যা আপনার দুই চোখে অসাধারণ এক মুগ্ধতার পরশ বুলিয়ে দেবে।

জিস্টাড, সুইজারল্যান্ডজনপ্রিয় ও বিখ্যাত জিস্টাড হলো সুইস আল্পসের বার্নেস ওবেরল্যান্ড অঞ্চলের একটি চমকপ্রদ রিসোর্ট শহর। সুইজারল্যান্ড ভ্রমণের সেরা গন্তব্যগুলোর একটি জিস্টাড। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমে পড়তেই হবে আপনাকে। যখন তুষারাবৃত থাকে না তখন জিস্টাড পরিণত হয় ঘন সবুজে আচ্ছাদিত বিস্তৃত ভূমি, আলপাইন বন এবং সবকিছুর মধ্যবর্তী নজরকাড়া ডিজাইনের সুইস ঘরবাড়ির সমন্বয়ে এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমিতে।

চামোনিক্স, ফ্রান্সজায়গাটির পুরোনো নাম চামোনিক্স-মন্ট- ব্লাংক। আল্পস পর্বতমালার ফরাসি অংশের একটি রিসোর্ট গন্তব্য হলো চামোনিক্স। বিভিন্ন পাহাড়ি ঢালের কারণে জায়গাটি রোমাঞ্চপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয়। বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং পাহাড়ি ঢালগুলোর মধ্যে এগুলো অন্যতম। এর পাশাপাশি দুর্দান্ত এই পাহাড়ি শহরে কেউ চাইলে হাইকিং, রক ক্লাইম্বিং, প্যারাগ্লাইডিংসহ খোলা আকাশের নিচে আরও মজার সব কর্মকাণ্ড করতে পারবেন। তরতাজা আলপাইন বাতাসের সঙ্গে তুষারাবৃত পাহাড়ের চমকপ্রদ দৃশ্যাবলীর মিশ্রণ আপনার মনকে ও আত্মাকে প্রাণচঞ্চল করে তুলতে প্রয়োজনীয় সবকিছুর যোগান দেবে।

শিরাকাওয়া-গো, জাপানএই দৃষ্টিনন্দন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটি পাহাড়চূড়ায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী জাপানি গ্রাম। ছবির মতো সুন্দর ধানক্ষেত এবং চমৎকার দৃশ্যাবলীতে ঘেরা নদীর কাছাকাছি আপনি দেখতে পাবেন নজরকাড়া সব ঐতিহ্যবাহী জাপানি ঘরবাড়ি। শীতকালে শিরাকাওয়া-গো পরিণত হয় ‘উইন্টার ওয়ান্ডারল্যান্ড’ বা শীতের বিস্ময়ভূমিতে এবং জায়গাটির ঘরবাড়িকে দেখায় চিনির গুড়া দিয়ে ঢাকা আদামিশ্রিত কেকের মতো। জায়গাটি কিন্তু খুবই জনপ্রিয় একটি ভ্রমণ গন্তব্য। মানুষ সেখানে যায় প্রধানত শুকনো খড় দিয়ে ছাওয়া ঐতিহ্যবাহী ‘গাশু-জুরুকি’ ঘরে বসবাসের অভিজ্ঞতা নেওয়ার জন্য। অনেকেই যে নাগরিক জীবনের সব একঘেয়েমি থেকে সাময়িক মুক্তিলাভের জন্য জায়গাটিকে পছন্দ করে তার কারণ হলো পাহাড়চূড়ার বিশুদ্ধ নির্জনতা।

হলস্ট্যাট, অস্ট্রিয়াহলস্ট্যাটই হচ্ছে ধারাবাহিকভাবে মানুষের বসবাস করা ইউরোপের প্রাচীনতম গ্রাম। গমুন্ডেন জেলায় এর অবস্থান। এখানকার সুসজ্জিত ভবনসমূহ এবং সংকীর্ণ রাস্তাঘাটের মাঝে অনেকেই ইতিহাসের উপাদান খুঁজে পাবেন। হলস্ট্যাটের কাঠের তৈরি ঘরবাড়ি নিশ্চিতভাবেই আপনাকে মনে করিয়ে দেবে যে, আপনি যেন অনেকদিন আগের কোনো জায়গায় বেড়াচ্ছেন। ছবির মতো সুন্দর এ শহরটি থেকে দৃশ্যমান অস্ট্রিয়ান আল্পসের দৃশ্যাবলী এককথায় চমকপ্রদ।

হুইসলার, ব্রিটিশ কলম্বিয়া, কানাডাবিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও ব্যয়বহুল স্কি রিসোর্ট শহরগুলোর একটি হুইসলার বছরজুড়েই থাকে সৌন্দর্যের লীলাভূমি হয়ে। হুইসলারের আসল জাদু দেখা যায় শীতকালে যখন পাহাড়ের ঢালগুলো হয়ে যায় আপনার দেখা সবচেয়ে সেরা স্কি ঢালগুলোর অন্যতম। তবে বছরের বাকি সময়ে যে শহরটি আকর্ষণহীন থাকে তা কিন্তু নয়। হুইসলারে করতে পারেন পাহাড়ের এক চূড়া থেকে আরেক চূড়ায় ‘গনডোলা রাইড’। এই বিস্ময়কর আলপাইন শহরটি খোলা আকাশের নিচে অ্যাডভেঞ্চার জন্য দুর্দান্ত। এসবের মধ্যে রয়েছে মাউন্টেইন বাইকিং ও হাইকিং। এর পাশাপাশি হুইসলারের নজরকাড়া আলপাইন লেকগুলো ঘুরে দেখতে ভুলবেন না এমদমই।

শ্রীনগর, ভারতছবির মতো সুন্দর কাশ্মীর ভ্যালিতে অবস্থিত শ্রীনগর হলো ভারতের সেরা পাহাড়ি শহরগুলোর একটি। শহরটির জনপ্রিয়তা বছরজুড়েই। প্রতিবছর এখানে ভ্রমণ করা পর্যটকদের সংখ্যা দিয়ে বিচার করা যাবে না। সময়টা গ্রীষ্মকাল হোক কিংবা শীতকালই হোক শ্রীনগরের প্রাকৃতিক সৌন্দর্য এককথায় অতুলনীয়। বাগান, লেক, হাউসবোট, স্থানীয় খাবারদাবার ও ঐতিহ্যবাহী কাশ্মিরি হস্তশিল্পের জন্য বিখ্যাত জায়গা শ্রীনগর। এখানে অবস্থানকালে অন্যতম যে বিখ্যাত দৃশ্য আপনার চোখে পড়বে তা হলো শান্ত-স্নিগ্ধ ডাল লেকের ওপর বর্ণিল সব হাউসবোট।

লেখক : ফ্রিল্যান্স সাংবাদিক ও ভ্রমণ লেখক

কেএসকে/জিকেএস