পটুয়াখালীর কলাপাড়ায় জেলেদের জালে ধরা পড়লো চারটি সেইল ফিশ। স্থানীয়ভাবে পাখি মাছ নামে পরিচিত।
মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মাছগুলো নিয়ে আসেন আবু কালাম আকন নামের এক জেলে। পরে বন্দরের আল-আমীন নামের এক আড়তদার ১৩ হাজার মাছ চারটি কিনে নেন।
জেলে আবু কালাম জানান, সমুদ্রে গত তিনদিন আগে মাছগুলো আমরা জালে পেয়েছি। আজকে আলীপুর এসে বিক্রি করেছি। আমরা বছরে দু-এক বার এ মাছ পেয়ে থাকি।’
আড়তদার আল-আমীন জাগো নিউজকে বলেন, ‘মাছগুলো বেশ দ্রুত গতিসম্পন্ন তাই অনেকে পাখি নামেও চিনে থাকে। বছরের এ মৌসুমে মাছগুলো জেলেদের জালে ধরা পড়ে। বেশ সুস্বাদু হওয়ায় মাছের চাহিদা অনেক। চারটি মাছ আমি ১৩ হাজার টাকায় কিনে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেছি। আশা করছি ভালো দাম পাবো।’
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জাগো নিউজকে বলেন, মাছগুলো খেতে বেশ সুস্বাদু। তবে দেশের বাইরে এ মাছের বেশ চাহিদা রয়েছে।
আসাদুজ্জামান মিরাজ/এসজে/এএসএম