দেশজুড়ে

জামালপুরে অনলাইনে জুয়া খেলার সময় যুবক গ্রেফতার

জামালপুরের সরিষাবাড়িতে নাঈমুল হাসান নাঈম (২৮) নামে এক অনলাইন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।

এর আগে সোমবার (৮ আগস্ট) দিনগত রাতে পৌরসভার মহিলা কলেজ গেট সংলগ্ন বিসমিল্লাহ হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নাঈমুল সরিষাবাড়ি পৌরসভার মূলবাড়ি ব্যাপারী পাড়া এলাকার ফজলুল হকের ছেলে।

পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নাঈম মোবাইলের মাধ্যমে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মহিলা কলেজ গেট সংলগ্ন বিসমিল্লাহ হোটেলের সামনে অনলাইনে জুয়া খেলার সময় হাতেনাতে গ্রেফতার করে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে তার মুঠোফোন তল্লাশি ও জিজ্ঞাসাবাদে মোট ৪টি অনলাইন জুয়ার অ্যাকাউন্টের সন্ধান পায় পুলিশ। জুয়ার সাইটগুলো অজ্ঞাতনামা ২০-২৫ জন মিলে পরিচালনা করতো।

পুলিশের উপ-পরিদর্শক আব্দুল খালেক জাগো নিউজকে বলেন, তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এছাড়া নাঈমের সঙ্গে যারা জড়িত তাদের গ্রেফতারের অভিযান চলছে।

সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির জাগো নিউজকে বলেন, আমরা এ বিষয়ে সব সময় তৎপর ছিলাম। ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে।

এর আগে উপজেলার আওনা ইউনিয়নের স্থল পশ্চিমপাড়া থেকে সবুজ সরকার ও তার এক সহযোগী ডিবির হাতে গ্রেফতার হয়। তারপর থেকে মূলত অনলাইন জুয়ার বিষয়টি আলোচনায় আসে। সবুজ একাই পরিচালনা করতেন ১৮০টি সাইট। তিনি এ সাইটগুলো ভাড়া দিয়ে বিগত পাঁচ বছরে হাতিয়েছেন কোটি টাকা।

মো. নাসিম উদ্দিন/জেডএইচ/