টানা বৃষ্টিতে বরগুনার পায়রা, বিষখালী ও খাকদোন নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিচু এলাকা প্লাবিত হচ্ছে। ঝুঁকিপূর্ণ বাঁধগুলো ভেঙে লোকালয়ে পানি প্রবেশের শংকা দেখা দিয়েছে।
বুধবার (১০ আগস্ট) সকালে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক মাহতাব হোসেন জানান, ‘খাকদোন নদীর পানি বিপৎসীমার ৩ দশমিক ২১ সেন্টিমিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা একদিন আগেও ছিলও ২ দশমিক ২৯ মিটার।’
স্থানীয়রা জানান, পানি প্রবাহ বাড়ার সঙ্গে সঙ্গে নদীগুলোর পাশে থাকা বাঁধগুলো যে কোনো সময় ভেঙে যেতে পারে। তাই শংকা নিয়ে রাত কাটাচ্ছেন উপজেলার পাথরঘাটা, জিনতলা, বাদুরতলা, পদ্মাসহ বেশ কয়েক গ্রামের মানুষ।
স্থানীয় জেলে মোফাজ্জেল দফাদার জানান, ‘বৃষ্টি আর নদীর পানি একসঙ্গে বাড়লে বাঁধ রক্ষা করা সম্ভব হবে না। তখন আবারও দিনের পর দিন জোয়ারের পানিতে প্লাবিত হতে হবে।’
জয়নাল নামের আরেক কৃষক জানান, ‘নদীপাড়ের জীবন ও জীবিকা ধ্বংসের পথে। কদিন পর পর নতুন নতুন এলাকা ভেঙে পানিতে প্লাবিত হয়। ফলে নানা ভোগান্তিতে পড়তে হয় তাদের।’
আরএইচ/জিকেএস