স্বাস্থ্য

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২১৪

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২১৪

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২১৪ জন। শনাক্তের হার ৪ দশমিক ৪৫ শতাংশ।

Advertisement

মহামারির শুরু থেকে দেশে এ পর্যন্ত করোনায় ২৯ হাজার ৩১০ জনের মৃত্যু হয়েছে। আর মোট শনাক্তের সংখ্যা হয়েছে ২০ লাখ ৮ হাজার ২৮২ জন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৪৯৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৫০ হাজার ৩৭ জনে।

Advertisement

এছাড়া একই সময়ে সারাদেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ৪ হাজার ৮১৬টি নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ৪ হাজার ৮০৬টি নমুনা। 

এখন পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার ৭২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রথম একজনের।

জেডএইচ/জিকেএস

Advertisement