খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাড়ির পরিত্যক্ত টয়লেট থেকে হাসান আলী (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার তবলছড়ি ইউনিয়নের মোহাম্মদপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তবলছড়ি ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে জামাই কামরুলের সঙ্গে হাসান আলীর কথা-কাটাকাটি হয়। এরপর রাত থেকে ওই বৃদ্ধকে খুঁজে পাওয়া যায়নি।
খোঁজাখুজির একপর্যায়ে শুক্রবার দুপুর ১২টার দিকে টয়লেটে মরদেহ পড়ে আছে সন্দেহে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, হাসান আলীকে হত্যা করে বাড়ির টয়লেটে ফেলে দেওয়া হয়েছে।
তবলছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনির হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মৃত ব্যক্তির স্ত্রী, মেয়ে ও মেয়ের জামাইকে আটক করা হয়েছে।
মুজিবুর রহমান ভুইয়া/এসআর/এএসএম