দেশজুড়ে

সমুদ্রের উত্তাল ঢেউয়েও মেতেছেন পর্যটকরা, নিরাপদে থাকতে মাইকিং

লঘুচাপ সৃষ্টি হওয়ায় উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। হচ্ছে বৃষ্টিও। এ অবস্থায় পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নামছেন পর্যটকরা। ঢেউয়ের তালে তালে মেতেছেন হাজারো পর্যটক। তবে তাদের নিরাপদে থাকতে মাইকিং করছে ট্যুরিস্ট পুলিশ।

রোববার (১৪ আগস্ট) সকাল থেকেই বৃষ্টি উপভোগ করতে অনেক পর্যটক হৈ-হুল্লোড় করছেন সৈকতে। তবে অনেক পর্যটক বৃষ্টিতে বের না হতে পেরে হোটেলেই অবস্থান করছেন।

ঢাকা থেকে আসা সাব্বির বলেন, ‘বন্ধুদের নিয়ে গোসল করছি ।একদিকে বৃষ্টি অন্যদিকে ঢেউ। বেশ আনন্দ করছি। তবে পুলিশ বার বার মাইকিং করায় বেশি দূরে যাচ্ছি না।’

পদ্মা সেতু উদ্বোধনের পরে পর্যটকদের আনাগোনা বেড়েছে সৈকতে। তাই বৈরি আবহাওয়াও কমতি নেই বিভিন্ন বয়সী ভ্রমণ পিপাসুদের।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরিদর্শক হাসনাইন পারভেজ জাগো নিউজকে বলেন, এরই মধ্যে সমুদ্রে লঘুচাপ সৃষ্টি হওয়ায় সমুদ্র উত্তাল। তাই পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ দিচ্ছি। উত্তাল ঢেউ পেয়ে অনেক পর্যটক গোসলে মেতেছেন। এজন্য মাইকিং করছি বারবার। ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে আমাদের টিম টহলে রয়েছে।’

জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জাগো নিউজকে বলেন, ‘বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সঙ্গে বাতাসের চাপ আরও বাড়তে পারে। আবহাওয়ার এ পরিস্থিতি আগামী তিনদিন পর্যন্ত অপরিবর্তিত থাকতে পারে।’

আসাদুজ্জামান মিরাজ/এসজে/এমএস