ঝিনাইদহের শৈলকুপায় ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিয়াজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১৪ আগস্ট) সকালে উপজেলার বাহির রয়েড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের মা আছিরন নেছা জানান, ভোরে মাঠের কাজ সেরে বাড়ি ফিরে ইজিবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রিয়াজুল। পরে তাকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইজিবাইকের ব্যাটারি চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ ঘটনা ঘটেছে।
আব্দুল্লাহ আল মাসুদ/এমআরআর/জিকেএস