নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৪ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার বিরিশিরি সাগরদীঘি এলাকার সোমেশ্বরী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার দুপুরে উপজেলার সাগরদীঘি এলাকায় সোমেশ্বরী নদীর বালুচরে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ঘটনার রহস্য উৎঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এইচ এম কামাল/এমআরআর/এএসএম