ফরিদপুর শহরের শিবরামপুরে আর এম জুটমিলে দুটি রোলারের মাঝে পিষ্ট হয়ে রাজু শেখ (২৫) নামে এক পাটকল শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চক ভবানীপুর গ্রামের মো. আযহার শেখের ছেলে।
মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পাটকলের সফটনার মেশিনে পাট ঢুকিয়ে প্রাকৃতিকভাবে শক্ত ও খসখসে পাটকে পরিষ্কার ও নমনীয় করা হয়। এ কাজে ওই মেশিনে বিশালাকার অসংখ্য রোলার ব্যবহৃত হয়। রোলারগুলো একটি ওপরে ও একটি নিচে জোড়া আকারে বসানো থাকে এবং দুটি রোলারের গতি বিপরীতমুখী থাকে।
সকালে আর এম জুটমিলের শ্রমিক রাজু ওই মেশিনের একপাশে কাজ করছিলেন। এসময় আকস্মিকভাবে তিনি দুটি রোলারের মাঝে আটকে গেলে আস্তে আস্তে তার শরীরের অর্ধেকাংশ ঢুকে মেশিনটি বন্ধ হয়ে যায়।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার সুভাষ বাড়ৈ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে বলেন, সকালে সফ্টনার মেশিনের কাজ করার সময় ওই মিলের শ্রমিক রাজুর দেহ মেশিনে আটকে ভেতরে ঢুকে যায়। এতে তার শরীরের অর্ধেকাংশ পিষ্ট হয়ে ক্ষতবিক্ষত হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল জাগো নিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এন কে বি নয়ন/এমআরআর/জেআইএম