দেশজুড়ে

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা গ্রেফতার

বগুড়ার সোনাতলায় গৃহবধূকে ধর্ষণের দায়ে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সুজন কুমারকে (২৮) গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (১৬ আগস্ট) রাত দেড়টার দিকে লালমনিরহাটের কালিগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সুজন উপজেলার নামাজখালী গ্রামের সুভাষ ঘোষের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার মা সোনাতলা সদর ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের সাবেক সদস্য।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার তৌহিদুল মবিন খান জানান, গত ২৫ জুলাই এক গৃহবধূকে ধর্ষণ করে সুজন। এ সময় ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। বিষয়টি জানাজানি হলে সুজন আত্মগোপনে চলে যান। পরে ৯ আগস্ট ওই গৃহবধূ মামলা দেন। মামলার পর র‌্যাব তাকে গ্রেফতার করে। আইনানুগ ব্যবস্থা নিয়ে আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

আরএইচ/এএসএম