দেশজুড়ে

মোংলায় দুই ঘণ্টায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত

লঘুচাপের প্রভাবে বাগেরহাটের উপকূলীয় এলাকায় ঝড় ও বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত দুই ঘণ্টায় মোংলায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সেইসঙ্গে ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৪৪ কিলোমিটার।

তবে এখন পর্যন্ত কোথাও থেকে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া রাতেও দমকা ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী বলেন, উত্তরপূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মিয়ানমার উপকূলে অবস্থান করছে, যা বাংলাদেশ উপকূলেরও কাছাকাছি।

তিনি আরও বলেন, উপকূলে ঝড়ের পূর্বাভাস থাকায় সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের নিরাপদে থাকার জন্য বলা হয়েছে।

এমআরআর/জেআইএম