সিরাজগঞ্জে তিনটি মুরগির দোকান ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ সদর ইউনিয়নের শিয়াকোল ও কামারখন্দ উপজেলায় ভদ্রঘাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।
অভিযানে মুরগির দামের তালিকা প্রদর্শন না করায় তিন দোকানিকে ১৫ হাজার টাকা ও আঁখি স্টোর নামে একটি প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।
এসআর