চাঁদপুরের মতলব দক্ষিণে সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজ রোডের ভূঁইয়া হোয়াইট হাউজে এ দুর্ঘটনা ঘটে।
তারা হলেন- মতলব দক্ষিণ উপজেলার ৩ নম্বর খাদেরগাঁও ইউনিয়নের পুটিয়া গ্রামের অলিউল্ল্যাহ ব্যাপারীর ছেলে মো. লিটন ব্যাপারী (৩৬) ও একই ইউনিয়নের গোয়ালগাভা গ্রামের আলী আরশাদের ছেলে মো. রাসেল (২৮)।
এ বিষয়ে সেপটিক ট্যাংকের মালিক মো. আবুল বাসার বলেন, সকালে নির্মাণ শ্রমিকদের সঙ্গে আমার কথা হয়। সকাল ৮টার দিকে তারা সাটারিং খুলতে ভেতরে ঢুকে। পরে সকাল ৯টার দিকে ঘটনাস্থলে এসে দেখি ট্যাংকের ভেতর অসচেতন অবস্থায় তারা পড়ে আছেন। পরে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেই।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন মিয়া বলেন, দুপুরে সেপটিক ট্যাংকের সাটারিং খোলার সময় বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নজরুল ইসলাম আতিক/আরএইচ/জিকেএস