বিএনপি ক্ষমতায় গেলে সম্প্রচার নীতিমালা বাতিল করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের স্বৈরাচার প্রতিরোধ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মওদুদ বলেন, স্বৈরাচার সংবাদপত্র ভয় পায়, সমালোচনাকে ভয় করে। বর্তমান একনায়কতন্ত্র অতীতের ধারাবাহিকতা। সরকার গণতন্ত্রের আবরণে সংবাদপত্রকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সংবাদপত্রের ওপর যারাই হাত দিয়েছে, তাদের হাত পুড়ে গেছে।সাংবাদিকদের মধ্যে ঐক্য থাকায় এরশাদবিরোধী আন্দোলন সফল হয়েছিল এমন মন্তব্য করে তিনি বলেন, সাংবাদিকদের মধ্যে আবার ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। বিএনপি পুনরায় ক্ষমতায় গেলে কোনো টেলিভিশন চ্যানেল বন্ধ করা হবে না। সাংবাদিকদের আর সাংবাদিকতার জন্য জেলে যেতে হবে না।আগামীর বিএনপি সরকার বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন (দুদক),পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি), নির্বাচন কমিশনসহ গণতন্ত্র সুসংহত করে এমন প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা নিশ্চিত করবে বলেও জানান তিনি।বিএফইউজের সিনিয়র সহসভাপতি এম আবদুল্লাহর সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমেদ, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।জাগোনিউজ২৪.কম/আরএস